নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এক মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করেছে। এ সময় ওই মাইক্রোবাসဣ থেকে দেড় লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলীর নেতৃত্বে এসআই ফিরোজ আহমে🧔দ ও ফরিদুল ইসলামসহ এএসআই ফরিদুল ইসলাম, নায়েক রবিউল ইসলাম, কনস্টেবল ফারুক হোসেন, আব্দুল মজিদ, ফরহাদ হোসেন, মাসুম সরকার ও সুরুজ আহমেদ মহাসড়কে মাইক্রোবাসে তল্লাশি চালায়। এসময় ঢাকা থেকে খুলনাগামী মাইক্রোবাস থেকে দেড় লিটার মদ জব্দ করে ও ডোপ টেস্ট করে ঢাকার শিল্পাঞ্চল থানাধীন ইকবাল কাজী, তেজগাঁওয়ের শাহ আলম, নোয়াখালী সদরের বাবলু সেখ, বরগুনা বেতাগীর ইউসুফ আলী ও পটুয়াখালী সদরের আব্দুর রশিদ শিকদারকে আটক করে। পুলিশ মাইক্রোবাসটিও জব্দ করে।
ওসি কেরামত আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আটকদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।