ভৈরবে ইউপি নির্বাচনে নৌকার প্রতীক পেলেন যারা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৬:৩১ পিএম

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর দেশের ৮৪০টি ইউনিয়♐ন পরিষদে (ইউপি) নির্বাচনে অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাতটি ইউপি নির্বাচনের ভোඣটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলী🎃য় মনোনয়ন নৌকা মার্ক💛ার প্রার্থী চূড়ান্ত ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ স🦂ভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সোমবার (২২ নভেম্বর) বিকেলে গণভবনে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নে♛ওয়া হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্র𓆉েস বিজ্ঞপ্তিতে এসব মনোনীত প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।

সাতটি ইউনিয়নে নৌকা প্রতীক 🌌মনোনয়নপ্রাপ্তরা হলেন শিমুলকান্দি ইউপির মো. মিজানুর রহমান, শ্✃রীনগর ইউপির আবুল বাশার,

কালিকাপ্রসাদ ইউপির ▨মো. ফারুক মিয়া, গজারিয়া♈ ইউপির মো. ফরিদ উদ্দিন খান, শিবপুর ইউপির মো. শফিকুল ইসলাম, সাদেকপুর  ইউপির সরকার সাফায়েত উল্লাহ এবং আগানগর ইউপির মো. হুমায়ুন কবির।

তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে ಞপারবেন।

মনোনয়নপত্র যাচাই-ব𝔉াছাই ২৯ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তার💃িখ ৬ ডিসেম্বর।