দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৯:২৯ এএম

মুন্সিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার♛্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫ জন গুলিবিদ্ধ হয়🧔েছেন। 

রোববার (২১ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এ ♓ঘটনা ঘট🌊ে।

নিহতের না▨ম আব্দুল হক (৪৮)। ত✤িনি স্থানীয় মঞ্জিল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকায় স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা অতর্কিতে নৌক🌜ার প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। ভাঙচুর চালায় অর্ধশতাধিক ঘরবাড়ি। হামলায় নৌকার সমর্থক শরীফ, সাইফুল, বাবু হালদার, মনির ও রমজান গুলিবিদ্ধꩲসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় একজনের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো গুলি বা 🍨আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন 🧜হাসপাতালে এসেছেন।

মুন্সিগঞ্জ সদর ꦦথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সংঘর্ষে আতঙ্কে একজন স্ট্রোক করে মারা গেছেন। কয়েকজন গুলি✨বিদ্ধ হয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।