শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্🌠ত কর্মকর্তা (ওসি💮) আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জা𒈔নুয়ারি) দুপুরের দিকে জাজিরা থানা ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উ💮দ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত কﷺরেছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মন💃িরুল ইসলাম।
[108665]
মনিরুল ইসলাম জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্য💟া করেছেন। তবে ♉ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।