মেঘনায় জাহাজে ৭ খুন : বাগেরহাট থেকে গ্রেপ্তার ১

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৫৮ এএম

চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলౠাকায় এম ভি আল বাকেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে বাগেরহাট জেলার চিতলমারী থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লায় সংবাদ সম্মেলন করে 🍌এ বিষয়ে বিস্তারিত জানাবে র‍্যাব।

এর আগে মঙ্গলবার দায়ের করা মামলায় জানা 🌃যায় ওই জাহাজে আটজন নন, ৯ জন ছিলেন। আর ওই ব্যক্তি হলেন আকাশ মণ্ডল ইরফান।

গতকাল💯ই ৭ জনকে খুনের ঘটনায় মামলা করেন জাহাজের মালিক মাহবুব মুর্শেদ। মামলায় আ♉সামি করা হয়েছে অজ্ঞাতনামা ডাকাত দলকে।

হত্যাকাণ্ডের শ🍎িকার ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, শেখ সবুজ, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত হয়েছেন সুকানি মো. জুয়েল।

মামলার বাদী মাহবুব মুর্শেদ এজাহারের বিবরণে উল্লেখ করেন, আহত জুয়েলের গলায় জখম থাকায় কথা বলতে না পারায় ডাকাত দলের বিস্তারিত বিবরণ দিতে পারেনি। তিনি সুসꦿ্থ হলে ডাকাত দল দেখলে চিনবেন বলে ইশারায় জানান। তবে জাহাজে ৯ জন ছিল বলে লিখে জানিয়েছেন জুয়েল। ৯ নম্বর ব্যক্তির নাম আকাশ মণ্ডল।

ঘটনার পর পুলিশ ওই জাহাজ পরিদর্শনের সময় একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, একটি বাংলা খাতা, একটি সিল, একটি হ🉐েডফোন, এক মুঠো ভাত ও এক টেবিল চা চামচ তরকারি জব্দ করে বলেও এজা🔥হারে উল্লেখ।

নৌ-পুলিশ জানিয়েছে, আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার൩ মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন।