পুলিশ দেখে মাহফিল ছেড়ে পালালেন তাহেরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশ দেখে মাহফিল ছেড়ে পালিয়েছেন ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরি। এসময় তাহেরির ভক্তদের হামলায় ৬ পুল🙈িশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপ꧋জেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় গ্রেপ্তার এড়াতে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। পরে সেখান থেকেꦛ পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান।

এ সময় তা🦩হেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোর♑িকশা ভাঙচুর করে। এতে ছয় পুলিশ সদস্য আহত হন এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

হামলার ঘটনায় আহত ছয় পুলিশসদস্য হলেন- এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হ꧂য়েছে।

আটককৃতরা হলেন- ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজღান মিয়া। তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়িဣ এলাকায়।

[106791]

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র🍷ওশন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। পরে সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পা😼নি দিয়ে তাহেরি পালিয়ে যান।

এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। ঘটনাস্🌊থল থেকে ছয়জনকে জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

[20236]

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরিসহ🔯 ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।