চট্টগ্রামের রাউজানে আনোয়ার হোসেন (৩৮) নামের এক যꦕুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে পালিয়েছে একদল♋ অস্ত্রধারী সন্ত্রাসী। তার দুই ঊরু এবং মাথায় গুলি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
শনিবার (১৪ ডিসেম্🎃বর) 🥀রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জে হাটের একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে।
আনোয়ারꦇ হোসেন কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমিরপাড়ার আꦺবদুস সালামের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর অনুসারী।
এ ঘটনায় রཧোববার সকালে থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি ক🌌রে থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন আনোয়ারসহ কয়েকজন। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে আনোয়ারকে গালাগাল 🌳করে তার পায়ে দুটি ও মাথায় একটি গুলি করে পালিয়ে যায়। আনোয়ারের সঙ্গে থাকা আরও কয়েকজনকে মারধর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বালু ও মাটির ব্যবসার দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। ওই এলাকার অনেক পাহাড়, টিলা এবং কৃষিজমি কেটে বিক্রি করছে ৫০ জনের একটি সিন্ডিকেট। আগে সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করতেন আ𓂃ওয়ামী লীগের নেতা–🥀কর্মীরা। তাদের অনেকে এখন বিএনপিতে যোগ দিয়ে বালু, পাহাড়, টিলা ও কৃষিজমি কেটে বিক্রি করছেন। ব্যবসার আধিপত্য ধরে রাখতেই এমন দ্বন্দ্বের শুরু।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আজ সকালে থানায় মামলা হয়েছে। মামলায় ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়✱♋েছে।