জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, “সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য সপ্তাহে একদিন জেল꧂া প্রশাসকদের সময় বেঁধে দেওয়া হবে। ওই দিন জেলা প্রশাসকেরা অন্য কোনো কাজ করবে না, শুধু সাধারণ মানুষের কথা শুনবেন।”
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে 🍷ফরিদপুর জেলা প্রশাস♔ক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ভোটকেন্দ্র দখল বন্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “আমাদে✨র চিন্তা রয়েছে একই দিনে ইউপি আর জাতীয় নির্বাচন হবে। তাহলে বুথ দখলটা আর স𝕴হজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ড ভিত্তিক পাহারা দেবেন। তাহলে কেন্দ্রীয়ভাবে কেউ বুথ দখল করতে পারবে না। এ বিষয়ে আমরা সুপারিশ করব।”
জনপ্রশা𓆉সনে লোকবল কমিয়ে আনার সুপারিশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, “প্রশাসনে অনেক লোক নিয়োগ করা হয়। ক☂িন্তু সবাইকে দিয়ে কাজ হয় না। প্রয়োজনে ছাড়া সরকারের এত জনবল দরকার নেই। এ ধরনের নিয়োগ বন্ধ করার ব্যাপারে সুপারিশ করা হবে। তবে পুলিশের সংখ্যা বাড়ানো দরকার, কারণ বর্তমানে আইনশৃঙ্খলা অনেক কঠিন হয়ে পড়ছে। এই জায়গায় পুলিশের সংখ্যা বাড়াতে হবে। তবে গত সরকার যেভাবে করেছে সেভাবে নয়।”
আব্দুল মু🦹য়ীদ চৌধুরী বলেন, “ফরিদপুরকে বিভাগ করার চিন্তা রয়েছে। ফরিদপুরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ বিভাগ হওয়ার কথা ছিল কিন্তু তা করা হয়নি। কারণ আগের সরকার প্রধানের ইচ্ছা ছিল গোপালগঞ্জকে বিভাগ করা। সেটাতো সম্ভব না। আমরা ঠিক করেছি, ফরিদপুরকেই আলাদাভাবে বিভাগ করব।”
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সি♉নিয়র সচিব মো. মোখলেস উর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।