সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০২:২২ পিএম

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়꧙াস রেকর্ড হয়েছে। এটি চলতি বছরের দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশা আর হিম বাতাস বইছে এ জনপদে। তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

নওগাঁ বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাপপ্𓃲রবাহ কমে আসার সঙ্গে রাতে ঘনকুয়াশা থাকছে।

আবহাওয়া অফিস বলছে🧜, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর তাপমাত্রা আরও কমে ﷺআসতে পারে।

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নওগাঁর তাপমাত্রা কম শুরু করে। ফলে কনকন🧸ে শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনܫ পর্যন্ত গর🔯ম কাপড় সরবরাহ করা হয়নি। 

জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, “আমরা ৫০ হাজার পিস কম্বল দরিদ্র মানুষের মাঝে ব༒িতরণের জন্য প্রস্তত করছি।”&nbs🍎p;