সাভারে বাসের ধাক্কায় প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছ🧸েন। এ ঘܫটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় বলিয়ারপুরের এস এন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘ♒টওনা ঘটে।
নিহত🃏রা হলেন মো. হাজি নাজিম উদ্দিন, হাজি মজিব𝓡ুর রহমান ও ইব্রাহিম। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কের হেমায়েতপুর এলাকায় সিএনজি স্টেশন থেকে গ্🀅যাস নিয়ে প্রাইভেট কারটি মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি উল্ট🌊ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের এক যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আহতদের একজনকে কল্যাণপুর ইবনে সিনা ও অন্যজনকে সাভার এনাম মেডিকেলের আইসিওতে ভর্তি করা হয়।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকতুল আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে❀ টিম পাঠানো হয়েছে। গাড়ি দুটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক📖্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।