গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, চার বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ১১:২৬ এএম

গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ এ๊লাকায় বাসচাপায় একটꦬি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

শনিবার (৩০ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘ☂টে। নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম মুন্নাফ মালিথা (৪৫)। তিনি ওই এলাকার অনন্ত ক্যাজুয়াল কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কারখানা ছুটি হলে ওই নিরাপত্তাকর্মী কারখানার শ্রমিকদের রাস্তা পার করছিলেন। এ সময় দ্রুতগতির আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত🍌 হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বাসচাপায় শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে শ্রমিকরা আজমেরী পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার স𝕴ার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেন।

পরে রাত সাড়ে ১০টার ꧋দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভান। এর মধ্যে বাস চারটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১০টার দিকে মহ🍃াসড়কে যানচলাচল শুরু হয়।

গাছা থ൲ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পারাপারের সময় এক নিরাপত্তাকর্মী দুর্ঘটনায় নিহত হয়। এ ঘটনায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে চারটি বাসে আগুন ধরিয়ে দেন। রাত ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়🤡ন্ত্রণে আছে।