টঙ্গীতে ইজতেমায় মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০২:৪৪ পিএম

গাজীপুরের টঙ্গীর জোড় ইজতেমায় আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে🏅র এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাꦫম, তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর বিষয়টি নি🐠শ্চিত করেছেন।

আব্দুল হাকিম আকন্দ ফরিদপুর জেলার নগরকান্দা🦩 থানার দুলালী গ্রামের আব্দুল হামিদ মাতব্বরের ꧟ছেলে।

জানা যায়, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৮ দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বী রয়েছেন। তারা হলেন- ইয়ামেনি-২৭, নরওয়ে-১, পাকিস্তান -৬১, সৌদি আরব- ১৪, সিরিয়া-১, অস্ট্রেলিয়া-১৩, ইংল্যান্ড-৯, কিরিগিজস্থান-১৭, সিয়েরালিওন-২, জার্মানি-২, ඣজাপান-২, আমেরিকা-২, ইতালি-৫, কানাডা-৩, আফগানিস্তান- ৭, ইন্ডিয়া-৮৯, চায়না-১ ও দুবাই-১জন।

শনিবার সকাল ১০টা প🧔র্যন্ত মোট বিদেশি- ২৫৭ জন মেহমান উপস্থিত আছেন। বর্তমানে মজমায় উপস্থিত রয়েছেন প্রায় দুই লাখ মানুষ। তারা সবাই তাবলীগের তিনবার চিল্লা দিয়েছে🌄ন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার🍰 (২৯ নভেম্বর) প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি এক সঙ্গে জুমার নামাজ আদায় করেন। শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর- ছয় ছিফাতের ওপর বয়ান করেন- মওলানা জিয়াউল হক রাইব্যান্ড, পাকিস্তান। সকাল ১০টার পর থেকে চলে কারগুজারীর আমল। বাদ আছর বয়ান করবেন মওলানা ফারুক, বাদ মাগরিব আমবয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা (দা. বা.)।