চাকরি জাতীয়করণের দাবিতে নকল নবিশদের কলমবিরতি

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৫:৪২ পিএম

চাকরি জ🦹াতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পৃথকভাবে জেলা ও উপজেলা সদর সাব-রেজি𒉰স্ট্রি অফিসে কর্মরত নকল নবিশরা এই কর্মসূচি পালন করেন। টানা ৩৭ দিন ধরে তারা এই কর্মসূচি পালন করে আসছেন।

আন্দোলনে অংশ নে♛ওয়া নকল নবিশরা বলেন, দেশের রাজস্ব খাতে তাদের অবদান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন। কোনো সরকারই তাদের দাবি পূরণ করেনি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে চাকরি জাতীয়করণের দাবি জাꦬনান।

কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত ইলিয়াস আহমেদ বলেন, “সারা বাংলাদেশের নকল নবিশরা এক হয়েছি। 🔴আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব, সকল নকল নবিশদের যেন জাতীয়করণ করা হয়। আমাদের আইজিআর স্যার এবং সচিবলায়ের সচিবদের অনুরোধ করব যেন নকলনবিশদের প্রতি সদয় হন।”

ইলিয়াস আহমেদ আরও বলেন, “আমরা দীর্ঘদিন যাবত না খেয়ে বৈꦛষম্যের শিকার হয়ে নির্ঘুম থেকে অনবরত পরিশ্রম করে যাচ্ছি। আমরা ১৬ হাজার পরিবার যেন ডাল ভাত খꦛেয়ে বাঁচতে পারি এইটুকু আশা নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাীব-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

কুড়িগ্রাম সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ কামরুল হাসান বলেন, “আমাদের দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমর🐠া এই কর্মসূচি পালন করছি। আমাদের দাবি সচিবালয় এবং প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে আমরা পৌঁছিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কলমবিরতি ও অবস্থান কর্মসಞূচি চলবে।”