ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা⛄ ও পৌর বিএ🍌নপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হওয়া সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্🍨যন্ত সম্মেলনস্থলসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
বাঞ্ছারামপ♛ুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মুনসুর মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিꦗত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর করা ♓হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ এ আদেশ বল🐲বৎ থাকবে। ওই সময় উল্লেখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।
বুধবার সকালে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থি💛ত থাকার কথা ছিল। এরই মধ্যে সোমবার সম্মেলনবিরোধী পক্ষ মিছিল বের করলে এতে প্রতিপক্ষের লোকজন হামলা করে। পরে দুই পক্ষের মধ্🃏যে হওয়া সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এক পক্ষ সম্মেলন করার বিষয়ে ও অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অনঢ় থাকেন। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেন।
গত ২৩ অক্টো꧅বর বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া উপজেলা ও পৌর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির 𓆉সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ওই চারস্থানেই বিএনপির একাধিক পক্ষ রয়েছে। বাঞ্ছারামপুরের সম্মেলনের নতুন তারিখ ঘোষণার জন্য জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়।