রাইস মিলে বিস্ফোরণ, কারিগরের মৃত্যু

ভোলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০২:২২ পিএম

ভোলার চরফ্যাশনে রাইস মিলের বয়লার মিলে বিস্ফোরণে এক কারিগর মারা গেছেন। এতে আহত হয়েছেন মালিকসহ আর দুইজন। এ ঘটনার পর ওই এ꧂লাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড🐠 চর আফজালের মুন্নী র🐬াইস মিলে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চ💟রফ্যাশন থানার উপপরিদশর্ক (এ♊সআই) মো. ইয়াসিন।

এসআই জানান, মিলটি দুই দিন আগে চালু করা হয়েছিল। শুক্রবার সকালে মিলের কারিগর আল আমিন মিলের বয়লারে আগুন✨ জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান༺। তিনি একই গ্রামের জলিল মাঝির ছেলে। এ সময় তার ভাই ফিরোজ ও মিলের মালিক মনির আহত হন। ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।