ফরিদপুরের বোয়ালমারীতে উদ্বোধনের একদিন পরেই বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলনের (বিএনএম) অস্থায়ী কার্যালয় ভাঙচু🧸র করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দি♑কে একদল দুর্বৃত্ত পৌরসদরের উপজেলা প্রশাসন মার্কেটে অবস্থিত বিএনএমের কার্যালয়ের তালা ভেঙে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিস ও আসপাশে বিএনএমের কোনো নেতাকর্মী ছিল 🐭না। হামলাকারীরা চেয়ার টেবিল, আসবাবপত্র ও দলের চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের ছবি ভাঙচুর করে।
এর আগে সোমবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনএমের কার্যালয꧒় উদ্বোধন করেন দলটির চেয়ারম্যান ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জ🌼াফর।
পৌর বিএনএমের সদস্য সচিব আশরাফুল আলম সেলিম বলেন♔, “অফিসে কেউ ছিল না। তবে কারা ভেঙেছে তা ব꧟লতে পারছি না।“
এ বিষয়ে দলটির চেয়ারম্যান আবু জাফর বলেন, “আমার দল নিবন্ধিত একটি রাজনৈতিক দল, এদেশে গণতন্ত্রকে সুগম করতে প্রতিটি রাজনৈতিক দ♏লেরই সমান সুযোগ থাকা উচিত। আমার অফিস ভাঙচুরের তীব্র নিন্দা জানাই, যারা এটা করেছে তা তারা ঠিক করেনি।”
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ🔯ন করেছি। দলটির অফিসের কয়েকটি চেয়ার টেবিল ভাঙচুর করে দ্রুত সটকে পড়ছে দুর্বﷺৃত্তরা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”