সিন্ডিকেট ভাঙতে সাশ্রয়ী মূল্যে শাকসবজি বিক্রি

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৩৩ পিএম

সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামের লোহাগ▨াড়ায় স্থানীয় বাজারের সাশ্রয়ী মূল্যে শাকসবজি বিক্রি করছে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে ১০-৪০ টাকার কম দামে শাকসবজি বিক্রি করা হচ্ছে। 🍒দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তুলনামূলক কম দামে পণ্য কিনতে প♍েরে খুশি সাধারণ মানুষ।

লোহাগাড়া ෴বটতলি মোটর স্টেশনে ফুটপাতে বসে ১০ আইট🔜েমের শাকসবজি বিক্রি করতে দেখা যায় সংগঠনের সদস্যদের।

এই বাজারে কাঁচা মরিচ, আলু, বরবটি, লাউ, শসা, লাল শাক, কাকরুল, পেঁপে, বেগুন, মিষ্টি কুমড়াসহ অন্যান্য সবজি বি🐽ক্রি করা হচ্ছে।

কম দামে শাকসবজি কিনতে আসা সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, এভাবে কম দামে শাকসবজি ক্রয় করতে পারলে কার না ভালো লাগে। বাজারের তুলনায় অনেক কম দামে সবজি ক্রয় করতে মানুষ ভিড় করছে। সারা দেশে এভাবে মা🌊নবিক সংগঠনগুলো মাঠে নামলে সিন্ডিকেট ব্যবসায়ীরা পালাতে বাধ্য হবে।

জানা গেছে, সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওবাইদুর রহমানের নেতৃত্বে ১০/১২ জন সদস্য মাঠ পর্যায় থেকে শাক সবজি সংগ্রহ কর൲ে স্টল তৈরি করে বিক্🔯রি শুরু করেছেন।

ওবাইদুর রহমান বলেন, “দেশে সিন্ডিকেট বেড়ে গেছে। যার কারণে বাজারে শাক-সবজির দাম ঊর্ধ্বমুখি। বাজার সিন্ডিকেটের হাতে⛎ জিম্ღমি হয়ে পড়েছে মানুষ। সিন্ডিকেট ভাঙতে আমাদের এই উদ্যোগ। প্রন্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে প্রথম দিন ৮শ কেজি শাকসবজি সংগ্রহ করে ক্রয়মূল্যেই সেগুলো বিক্রয় করছি। ক্রেতারাও লাইন ধরে স্বত:স্ফুর্তভাবে শাকসবজি সংগ্রহ করছেন।”