সাতক্ষীরায় সেনাবা🎀হিনীর অভিযানে আগ⛎্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।
সোমবার (২𓄧১ অক্টোবর) 💜ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
আটকরা হলেন—সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল মণ্🍒ডল ওরফে প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুꦅমন বিশ্বাস এবং একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।
সোমবার বিকেলে সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিত꧙ে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তার তিন সহযোগীসহ দোলনকে চাইনিজ পিস্তল, দুটি ম🍸্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করেছেඣন সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে♍। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।