এক রাতে ৬ বাড়িতে চুরি

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৯:১৭ এএম

বরগুনার পাথরঘাটায় এক রাতে কাছাকাছি ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ ꦑঅক্টোবর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী দুইটি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। 

পাথরঘাটা থান🍒ার 🤪উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবা🅺র রাত সাড়ে ১২টা﷽র থেকে রাত ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়ি🐟টানা এলাকায় নাসিমা বেগম, মোহাম্মদ নুহু, মোহাম্মদ হানিফ সিকদার, মোহাম্মদ ই🌳উসুফ খান, জয়নাল খান ও সগির শিকদারের বাড়িতে চুরির এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাসিমা বলেন, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক❀্তিরা কৌশলে ঘরে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। ঘরের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে সোনার চেইন ও রুলি। য🎃ার ওজন আনুমানিক সাড়ে ৩ ভরি এবং নগদ ৮৫ হাজার টাকা।

আরেক ভুক্তভোগী মোহাম্মদ নুহু হাওলাদার বলেন, অজ্ঞাত চোররা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি থেকে স্বর্ণের জিনিসপতꦰ্র ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই ভাবে আমাদের বাড়ির পাশের আরও পাঁচটি ঘরে চোর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকা♋র নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে তারা পাথরঘ𝔉াটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, একই রাতে কাছাকাছি ৬টি বাড়িতে চুরির ঘটনায় আমরা খুবই আতঙ্কে আছি। আশা করি পুলিশ ঘট✅নার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হবে।

এ বিষয়ে পাথরঘꦦাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, থানায় দুটি লিখিত অভিযোগ এসেছে। এগুলো তদন্ত করে ব্য꧃বস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাও❀য়া যায়নি।