এক ব𝄹াড়ির আঙিনায় মসজিদ-ঈদগাঁ মাঠ ও মন্দির। ৫৪ বছর ধরে চলছে নামাজ ও পূজা। হিন্দু-মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্💖টান্ত উদাহরণ এটি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের চৌধুরী বাড়ির আঙিনায় এ অসাম্প্রদায়িক পরিবেশের দেখা মিলে।
প্রতি বছরের মতো এবারও চৌধুরী বাড়িতে শা🅷র🌳দীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পাশে মসজিদ আজান ও নামাজের সময় বন্ধ থাকছে ঢাক-ঢোলের বাজনা। দুই ধর্মের লোকজনই নিজ-নিজ ধর্মীয় আচার ও নিয়ম পালন করে আসছেন। কোনো অসুবিধা হচ্ছে না কারও। নেই কারও বিরুদ্ধে কারও অভিযোগও।
[100937]
জানা যায়, এই চৌধুরী বাড়িতে ৯২ বছর আগ💦ে বাংলা ১৩৩৯ সালে ওঝা ঠাকুর ও হরনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করেন শ্রী পౠরেশ চন্দ্র ও শৈলেশ চন্দ্র দাসয়ো। তারপর থেকে প্রতিবছরই ধুমধাম করে দুর্গাপূজা পালন করেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা।
মন্দির প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনো কোনো দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক হানাহানি হয়নি। হিন্দু-মুসলিমরা๊ যার যার ধর্ম পালন করে আসছেন।
সরেজমিনে দেখা যায়, মন্দিরে চলছে পূজা-অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। পূজারি ও দর্শনার্থীরা প্রতিমা দেখতে এবং পূজায় অংশ নিতে আসছেন। নির্ধারিত সময়ের মধ্যে আজান শুরু হওয়ার আগেই ঢাকঢোল, মাইক ও বক্সের বাজনা বন্ধ করে দেয়া হয়। মসজিদ থেকে ভেসে আসে আজানে꧅র সুর। এরপর মুসুল্লিরা আসতে শুরু করেন মসজিদে।𓂃 নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর আবার বেজে ওঠে মন্দিরের ঢাকঢোলের বাজনা।
লিপি চক্রবর্তী বলেন, “আমরা ৫৪ বছর ধরে এখানে পূজা পালন করছি। পাশে মসজিদ ও মন্দির এতে আমাদের কোনো সমস্যা হয় না। মুসলিম ধর্মের মানুষ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে। আমরাও নামাজ ও আজানের সময় পূজা ✤বন্ধ রাখি। যুগ যুগ এই সম্প্রীতি বজায় রয়েছে। হিন্♊দু-মুসলিম আমরা ভাই ভাই একসঙ্গে মিলেমিশে থাকি। কোনো দিন দুই ধর্মের মানুষদের মধ্যে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আশা করি ভবিষ্যতেও ঘটবে না।”
স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সোহেল সংবাদ প্রকাশকে বলেন, “আমি মসজিদ ও মন্দির জন্মের পর থেক꧅েই দেখছি। সনাতন ধর্মের লোকজন এখানে পূজা করেন। এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা তাদের সহযোগিতা করি। আমরা সব সময় লক্ষ্য রাখি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”
মন্দির কমিটির সভাপতি লিটন কুমার সাহা পুদ্෴দার সংবাদ প্রকাশকে বলেন, “এই মন্দিরটা বহু বছরের পুরোনো। পাশেই মসজিদ। হিন্দু-মুসলমান আমরা যার যার ধর্ম পালন করি। মুসলিম ভাইয়েরা আমাদের সহযোগিতা করেন। আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আশা করি কখনো ঘটবেও না।”
তিনি🦂 আরও বলেন, “আমরা যেমন মুসলমানদের ঈদে আনন্দ করি। তেমন আমাদের পূজায় মুসলমানরা আনন্দ করেন।”
চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল লতিফ মিয়া বলেন, “আমি ৩৭ বছর ধরে এই মসজিদের ইমামতি করে আসছি। আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই। আজান-নামাজের সময়সূচি তাদের কাছে দেওয়া আছে। নামাজ ও আজানের সময় বাজনা বন্ধ রাখেন। আমাদের নামাজে যাতে কোনো অসুবিধা না হয় স𝄹েদিকে লক্ষ্য রাখেন। আমরাও তাদের সার্বিক সহযোগিতা করি। নামাজ শেষে তারা আবার তাদের ধর্মীয় উৎসব পালন করেন।”
নাগরপুর উপজেলা নির্বা🐓হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক সংবাদ প্রকাশকে বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত চৌধুরী বাড়ি। এক সঙ্গে মসজিদ ও মন্দির। তারা নামাজের সময় নামাজ আদায় করেছে, পূজার সময় পূজা উদযাপন করছে। বিগত বছরের মতো এ বছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে।”